মোঃ ইকরামুল হক
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
৯ই ডিসেম্বর সকাল নয়টায় বরুড়া উপজেলা পরিষদ ক্যাম্পাসে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গেয়ে এবং দূর্নীতি বিরোধী মানববন্ধনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হ। আনুষ্ঠানিক সকল কার্যক্রম শেষে সকাল দশটায় বরুড়া উপজেলা পরিষদের মিলনায়তনে বরুড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিসিআইসির সাবেক জিএম মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
সংগঠনের সদস্য ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লক্ষন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওরাই আপন সামাজিক সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াস আহমদ, বরুড়া সহকারী যুবউন্নয়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া, বরুড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যাইয়েদা আক্তার, বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি ও বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার কামরুল হাসান রনি, বরুড়া থানা সেকেন্ড অফিসার, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আইয়ুব আলী, বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি মোঃ মমিন উল্ল্যাহ ভুঁইয়া, সাংবাদিক নোঃ শরীফ উদ্দিন, সাংবাদিক মুহিবুল্ল্যাহ ভুঁইয়া বাবুল সহ বরুড়া উপজেলার গুরুত্বপূর্ণ শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.