মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি ও একবাড়িয়ায় দুটি বাজারে ভোট কেন্দ্র পূর্বের জায়গায় বহাল রাখার দাবীতে ২৬ আগস্ট ২৩ ইং এলাকাবাসী এক মানববন্ধন করে।
জানা যায়, স্বাধীনতা যুদ্ধের আগ থেকে (১৯৭০ সাল থেকে) সোনাইমুড়ী স্কুল, ও একবাড়িয়া আলিম মাদরাসায় নির্বাচনী ভোট কেন্দ্র রয়েছে। ভোটারের সংখ্যা বৃদ্ধি হওয়ায় সোনাইমুড়ী কেন্দ্র কেটে মন্দুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেকটি কেন্দ্র করা হয়। মন্দুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৭ শ ১৫ ভোট রয়েছে। ২০১৪ সালে সোনাইমুড়ী কেন্দ্র থেকে আবার ও কেটে আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরেকটি নতুন কেন্দ্র করা হয় ১২ শ ২৫ ভোট নিয়ে। আদ্রা ও নছরপাড় দুটো গ্রাম রয়েছে আদ্রা কেন্দ্রে। ২০১৮ সালে সোনাইমুড়ী কেন্দ্রে সোনাইমুড়ী, পদুয়ারপাড় ও সাতবাড়িয়া এই তিন গ্রামের ২ হাজার ২ শ ৭০ ভোট নিয়ে সোনাইমুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রটি থাকে। এবারের খসড়া ভোটার তালিকায় দেখা যায় সোনাইমুড়ী কেন্দ্র টি কেটে আ্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে প্রস্তাব করেন জেলা নির্বাচন অফিস।
তিনটি গ্রাম নিয়ে সোনাইমুড়ী কেন্দ্র ২২ শ ৭০ ভোটার রয়েছে। যাতায়াত সুবিধায় সোনাইমুড়ী কেন্দ্র টি ভোটার প্রশাসন সকলের জন্য সুবিধা রয়েছে বলে এলাকাবাসী জানান। এখানে একই কমপ্লেক্সে ফাযিল মাদরাসা ও হাইস্কুল রয়েছে। অথচ দীর্ঘদিনের কেন্দ্র টি কেটে নতুন করে নতুন কেন্দ্র আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়ার প্রস্তাব করায় এলাকাবাসী কেন্দ্রের পাশে সোনাইমুড়ী বাজারে বিশাল মানববন্ধন করে। পুলিশ গিয়ে মানববন্ধন করতে বাঁধা প্রদান করলে ও পুলিশের বাঁধা উপেক্ষা করে তিন গ্রামের ভোটারগণ মানববন্ধন করে ক্ষোভ প্রকাশ করেন।
অপরদিকে একবাড়িয়া কেন্দ্র থেকে হরিশপুরা ও গণকখুলি গ্রাম কে কেটে নতুন করে নরিন্দ্রপুর কেন্দ্রের সাথে প্রস্তাব করায় দুই গ্রামবাসী একবাড়িয়া বাজারে এক মানববন্ধন করে। তাদের দাবী আমাদের গ্রামের সাথে কেন্দ্র কেটে ৩ মাইল দূরে নতুন কেন্দ্রে যাওয়ার কোন কারণ আছে বলে আমরা মনে করি না। অযথা আমাদের কে হয়রানি করা হচ্ছে। আমরা একবাড়িয়া পুরোনো কেন্দ্রে থাকতে চাই। হরিশপুরা গ্রামে ৭৭২ ভোট ও গণকখুলী গ্রামের ৭৮৪ ভোট রয়েছে। এছাড়া নতুন ছয়টি কেন্দ্র পুর্ণবাসন করতে গিয়ে একেক গ্রাম কেটে আরেক কেন্দ্রে সাথে সংযুক্ত করায় মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.