স্টাফ রিপোর্টার: কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়ন এর সিংগুর গ্রামে প্রতিষ্ঠিত সাহস এর আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হলো জাতীয় শোক দিবস।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহস এর পরিচালক খায়রুল এনাম আলম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে সাহস স্কুলের ছাত্র আব্দুল্লাহ ইবনে ইয়াসিন ও গীতা পাঠ করে আবীর চক্রবর্তী। এরপর সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদ স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহস এর প্রধান সমন্বয়কারী সবুর বাদশা, সাহস ইনটেলেক্ট ডেভেলপমেন্ট স্কুলের নবনিযুক্ত প্রধান শিক্ষক শাহনাজ আক্তার চাঁপা, সহকারী শিক্ষক শাহনাজ আক্তার, খালেদা আক্তার মিতু প্রমুখ। বক্তারা বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে নেতার হাত ধরে বাঙালি জাতি পেয়েছে স্বাধীনতা, লাল সবুজ পতাকা সেই মহান নেতার পরিবারের সবাইকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাই ১৫ আগস্ট ১৯৭৫ সাল বাঙালিদের জন্য একটি কলঙ্কময় অধ্যায়। প্রতিবছর এই দিবসটিকে রাষ্ট্রীয় ভাবে পালন করা হয়। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শিশুকাল, রাজনীতি ও শিশুদের প্রতি তার মমত্ববোধ বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়। পরিশেষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের সহকারী শিক্ষক সুমিত্রা রানী দাস। সহযোগিতায় ছিলেন স্কুলের শিক্ষকমণ্ডলী।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.