মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া থানা পুলিশ ৫ আগষ্ট ২৩ ইং জাল টাকার নোট সহ আকরাম হোসেন(২৪) নামে একজন কে গ্রেফতার করেছে।
জানা যায় বরুড়া থানার এসআই(নিঃ)/মোঃ আলী মর্তুজা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দিবাকালীন জরুরী টহল, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, বরুড়া থানাধীন ১৪নং লক্ষীপুর ২ লক্ষ ইউপিস্থ লক্ষীপুর পশ্চিম বাজার সংলগ্ন সালাউদ্দিন হোটেলের সামনে পাকা রাস্তার উপর কতিপয় অবৈধ জালনোট ব্যবসায়ী জাল টাকার নোট বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিক্তিতে বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে ০১ জন ব্যক্তিকে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাহার দেহ তল্লাশীকালে তাহার ডান হাতে ধরা একটি কাগজের শপিং ব্যাগের ভিতর কালো রংয়ের রুমাল দ্বারা বাঁধা ৫০০/-(পাঁচশত) টাকা মূল্যমানের ৪৯০ টি কথিত জালনোট, যাহার মূল্য ২,৪৫,০০০/-টাকা পাইয়া উদ্ধার পূর্বক ০৫/০৮/২০২৩খ্রিঃ ১৫.১৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে মোঃ আকরাম (২৪), পিতা-মোঃ কামাল হোসেন, মাতা-মরিয়ম, সাং-চর ফলকন, পোঃ হাজিরহাট, থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর বলিয়া জানায়। ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে আসামীর নিকট জাল টাকা গুলি সংগ্রহের উৎস কোথায় বা কাহার নিকট হইতে সংগ্রহ করিয়াছে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, ফারুক, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-অজ্ঞাত, জেলা-অজ্ঞাত, মোবাঃ ০১৮৭৩-৮১৫৯৯২ ও সিরাজ গাজী, পিতা- অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-অজ্ঞাত, জেলা-অজ্ঞাত, মোবাঃ ০১৮৭২-১৯৮২১১ দ্বয়ের নিকট হইতে সংগ্রহ করিয়া কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া থাকে। উক্ত ঘটনায় এসআই(নিঃ)/ মোঃ আলী মর্তুজা বাদী হয়ে ধৃত ০১ জন ও পলাতক আসামী ০২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। যাহার বরুড়া থানার মামলা নং-০৩, তাং-০৫/০৮/২৩ ইং। এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের কে আইনের আওতায় আনার চেষ্টা চলমান থাকবে। গ্রেফতারকৃত কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.