মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দলটির স্থানীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বকতার হোসেন বখতিয়ার।
তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর ২৩ ইং দৈনিক যুগান্তর পত্রিকায় জনতার কাঠগড়ায় জনপ্রতিনিধি শিরোনামে কুমিল্লা ৮ বরুড়া সংসদীয় আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল কে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদে রাজনৈতিক ও সামাজিক ভাবে এমপি কে হ্যায় প্রতিপন্ন করা হয়েছে। এতে মেয়র সহ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য সোহেল সামাদ, খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান সর্দার, পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহজাহান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহিনুর হোসেন সহ পাঁচ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে তাদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হ্যায় প্রতিপন্ন করা হয়েছে বলে দাবি করেন। প্রকাশিত হেড লাইনের সাথে মুল বিষয় বস্তু ও তথ্যগত কোন মিল নেই দাবি করে মেয়র বলেন, বুঝা যায় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল কে ছোট করার উদ্দেশ্য এ সংবাদ। ১৯ সেপ্টেম্বর এ নিউজের প্রতিবাদ দৈনিক যুগান্তর পত্রিকায় পুনরায় ছাপা হয়েছে। একই দিনে যুগান্তর পত্রিকার রিপোর্টার আবুল খায়ের কে বিবাদী করে পৌর মেয়র মোঃ বকতার হোসেন বাদী হয়ে কুমিল্লা আদালতে একটি মানহানির মামলা করেন। সেটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে।
সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, সিনিয়র সহসভাপতি মোঃ ইসহাক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুর রশিদ, যুগ্ন সম্পাদক আবদুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাদল চেয়ারম্যান, মোঃ আবুল কাশেম কাউন্সিলর, আওয়ামী লীগের নেতা বাবু ভাই, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, উপজেলা যুবলীগের নেতা জিয়াউল কাউসার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ জামাল হোসেন, এজিএস শাহজাহান, স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ মাহবুব, ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক লিপন খন্দকার, সাবেক সভাপতি মোঃ সাদ্দাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.