মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া:
বরুড়া উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের গতকাল শুক্রবার দুপুরে আমড়াতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ তাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ খন্দকার নুরুজ্জামান এর সভাপতিত্ব বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য জাকারিয়া সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারন সম্পাদক জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মোঃ শাহ আলম, শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ শামছুল হক, আমড়াতলী বাজার কমিটির সভাপতি গোলাম মাওলা বাদল, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী দীঘলগাঁও গ্রামের কৃতি সন্তান মোঃ সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মামুনুর রশিদ রাসেল।
আমড়াতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ তাজুল ইসলাম প্রায় দীর্ঘ ৩২ বছর এই মসজিদে ইমমতি করার পরে তাকে ঝাঁকজমক ভাবে বিদায় দেন সাধারণ মুসল্লিরা। মসজিদ কমিটির মাধ্যমে ইমাম হাফেজ মোঃ তাজুল ইসলামকে সাড়ে তিন লক্ষ টাকা প্রদান করেন। এ এলাকার ভালবাসায় হাফেজ মোঃ তাজুল ইসলাম আবেগ প্রবণ হয়ে তাহার ৩২ বছরের ইমামতিতে বিদায় বেলায় চোখের পানি ধরে রাখতে না পেরে কান্না জড়িয়ে পড়ে। বিদায় অনুষ্ঠান শেষে হাফেজ মোঃ তাজুল ইসলামকে গাড়ি বহরে তাহার বাড়িতে পৌঁছিয়ে দেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.