মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে ১১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারিকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৯ নভেম্বর বুধবার ঐতিহ্যবাহী বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসার আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মুফতি আলী আকবর ফারুকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মিজানুর রহমান জাফরী, বরুড়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ও বিসিআইসির সাবেক কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ আসাদ উল্লাহ, শশইয়া দুদু মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাস্টার আব্দুল বারী।
এদিন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ১১ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্মাননা স্মারক, নগদ টাকা ও উপহার সামগ্রী তুলে দেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নু-এমং মারমা মং বলেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা বরাবরই শিক্ষাকে প্রাধান্য দিয়ে আসছে শিক্ষার মান উন্নয়নে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আলী আকবর ফারুকী, উপাধ্যক্ষ মুফতি মিজানুর রহমান জাফরী, ও মাদ্রাসার দাতা সদস্য সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ একযোগে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
মাদ্রাসার বার্ষিক ফলাফল বিগত সময়ের তুলনায় সন্তোষ জনক। তিনি বলেন একজন শিক্ষার্থীকে দক্ষ ও মেধাবী ছাত্র হিসেবে তৈরি করতে হলে একজন শিক্ষককে দক্ষ হতে হবে। এ মাদ্রাসায় পড়াশোনা করে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে দেশে এবং বিদেশে বহু ছাত্র কর্মরত আছেন। তাই এ ধারা অভ্যাহত রাখতে হলে মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয় একযোগে কাজ করতে অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.