বর্ষার মেঘমালা
শাহজালাল সুজন
শ্রাবণ মাসে নীল গগনে
ধরে বধূর সাজ,
মেঘমালার ওই ঘোমটা খুলে
হঠাৎ ভাঙে লাজ।
অরুণ আভা ক্ষণে ক্ষণে
হয়ে থাকে চুপ,
বিদ্যুৎ চমকায় আকাশ টুটে
দেখায় কত রূপ।
মেঘের সাথে সবুজ পাহাড়
পবন ঢেউয়ে রয়,
অভিমানের সুরে ডেকে
আলিঙ্গনে বয়।
ফুল সজ্জাতে প্রকৃতি গায়
বর্ষার প্রেমে গান,
বরফ গলে শীতলতায়
জুড়ায় উষ্ণ প্রাণ।
বর্ষার জলে গা ভিজিয়ে
শান্ত করে মন,
মেঘমালা ও প্রকৃতি আজ
কাটিয়ে দেয় ক্ষণ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.