সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ‘২০২৬ সালের বসন্ত উৎসব গালা’র মাসকট হিসেবে "ছিছি", "চিচি", "ছ্রিছ্রি" এবং "ছেংছেং"—এই চারটি চমৎকার ঘোড়া উন্মোচন করেছে। মাসকটগুলো দেশের বিভিন্ন শহরের বড় বড় ডিজিটাল পর্দায় প্রদর্শন করা হচ্ছে।
চঞ্চল ও প্রাণবন্ত এই চারটি ঘোড়া গালার মূল প্রতিপাদ্য "দৌড়বাজ ঘোড়া, অপ্রতিরোধ্য শক্তির" সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে, যা দর্শকদের জন্য একটি সুরেলা ও অবিস্মরণীয় দৃশ্যের অবতারণা করেছে।
মাসকটগুলোর নকশা চীনের বিভিন্ন ঐতিহাসিক যুগের ঘোড়ার ধ্রুপদী চিত্র থেকে অনুপ্রাণিত। এতে বহমান মেঘ এবং পর্বত ও মেঘের মতো প্রাচীন নিদর্শনের কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে, যা চীনের শাশ্বত ঐতিহাসিক সৌন্দর্য ও চির-নবীন চেতনার বহিঃপ্রকাশ ঘটায়। আসুন আমরা সবাই মিলে এক মহান প্রত্যাশা নিয়ে নতুন এই বসন্ত উৎসবকে স্বাগত জানাই। সূত্র : চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.