বহমান জীবন
আফরিন মৌ
জীবন মানে যেন একটা
প্রবাহমান নদী
জোয়ার ভাটার সঙ্গী হয়ে
বহে নিরবধি!
কখনো সে খরস্রোতা
কখনো বা শান্ত
চলা যে তার মহান ব্রত
সাগর পানের মত!
আঁকাবাঁকা চলার গতি
দুই পাড়ে সভ্যতা
কখনো বা ধুঁ ধুঁ চরে
শুধুই মলিনতা!
একূল ভাঙ্গা ওকূল গড়া
নিত্য খেলা তার
হাসি কান্না দুয়ে মিলে
এ জগত ও সংসার!
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.