শুভসকাল ভাল্লাগেনা
কেমন জানি বলতে,
গুডমর্নিং দারুন লাগে
ভালো লাগে শুনতে।
বাংলাতে আজ নাইকো রুচি
বাংলা বললে হয় কি সূচি?
আংরেজীতে বললেই ভালো লাগে,
বিদেশ বিভুঁই ঘুরে যারা
আংরেজীটা শিখে তারা
বাংলা শুনলে ভীষণ ক্ষেপে রাগে।
যারা এমন বদলে গেছে
মায়ের ভাষা ভুলে আছে
তাদের জন্ম নরকের কীট হেনো,
দেশকে ভুলে বিদেশ নিয়ে
গপ্পো করে বুক ফুলিয়ে
তাদের বুকে পাথর আছে জানো?
(আগরতলা ১০/০২/২৩)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.