সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদ এর সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়া সরাইলের সন্তান চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সভাকক্ষে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন এই কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন, রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটি এর সদস্য।
এছাড়াও তিনি ঢাকাস্থ সরাইল সমিতি এর যুগ্ম সাধারণ সম্পাদক -১ চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও বৃত্তিমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.