সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশি মহিলা প্রবাসীরা। বাংলাদেশের সৃষ্টি কৃষ্টি ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে তাদের রয়েছে নানা পরিকল্পনা। যার ধারাবাহিকতায় ‘নতুন ধানে নতুন প্রাণে, চলো মাতি পিঠার গানে’ স্লোগানে জমকালো পিঠা উৎসব করেছে বাংলাদেশ মহিলা অঙ্গন আবুধাবি বিএমএ।
রোববার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত উৎসবে শুরুতে কেক কেটে হেমন্তের পর শীতের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করেন মহিলা অঙ্গনের সদস্যরা। এসময় তারা বলেন, প্রবাসে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি ও দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এ ধরনের উৎসবের মাধ্যমে মহিলাদেরও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করা আমাদের মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.