অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও বিদ্যার্থীদের আয়োজনে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।
বুধবার (১৪'ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১'টায় অঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে এ পূজা শুরু হয়েছে। স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও বিদ্যার্থী'সহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত বিদ্যার্থী'সহ বিভিন্ন স্থান থেকে ভক্তরা এই শিক্ষাপ্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়। পুরোটা বছর যেন তারা নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন এ কামনা দেবীর কাছে।
এ পূজায় অঞ্জলি নিবেদন করতে আশা এক বিদ্যার্থী বলেন, সারাদেশের মতো টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও উৎসব মুখর পরিবেশর মধ্যে দিয়ে সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে।
এ বিষয়ে টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুধাংশু ঢালী বলেন, আমাদের এ পূজা উপলক্ষে আমাদের স্কুলে পুষ্পাঞ্জলি অর্পণ, প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.