অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট
প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে বাগেরহাটের তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এরমধ্যে বাগেরহাট সদর উপজেলা পরিষদের বর্তমান পরিষদ পুনরায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা জালাল উদ্দিন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন একক প্রার্থী রয়েছেন।
এর আগে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একটি করে মনোনয়নপত্র জমা দেয়া হয়। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে সরদার মাসুদুর রহমান, শেখ মাহমুদ আলী, মোঃ আমিরুল ইসলাম ও খান রেজাউল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন। এই পদে বাকি ৩ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.