বাঘাইছড়ি উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আজ থেকে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। ১৪ মার্চ পর্যন্ত এই কার্যক্ষম চলবে।
খাদ্য বিভাগের ওসিএল এসডি আব্দুল হাই জানান; ২ কেজি ডাল; ২ কেজি তেল ও ১ কেজি ছোলা মিলিয়ে ৪১০ টাকা ভূর্তকী দামে ১৭হাজার ৫শত ৫৫ জন কার্ডধারী অসহায় মানুষের মাঝে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।
আজ পৌর সভার ৬ নং ওয়ার্ড সহ আমতলী; সারোয়াতলী; খেদারমারা ; মারিশ্যা ও সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার কার্ডধারী মিলিয়ে ৭ হাজার ২ শত জনের মাঝে এসব পণ্য সনশ্লিষ্ট টেগ অফিসারদের উপস্থিতিতে বিক্রি করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.