বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দুটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ২০ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরানা আক্তার এর মোবাইল কোর্ট বসিয়ে ফাইভ স্টার নামীয় ইট ভাটার চুল্লিতে ফায়ার সার্ভিস না থাকায় নিজস্ব ব্যাবস্থাপনায় সম্পূর্ণভাবে নিভিয়ে দেয়া হয় ও প্রায় ১৫,০০০ হাজার কাঁচা ইট ভেঙে নষ্ট করা হয়।
এ সময় কে বি এম এবং এমএমসি) নামক অন্য আরো দুটি ইটভাটায় অভিযান চালিয়ে পৃথক ২টি মামলায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।
এই সময়ে ইটভাটার মালিক এবং ম্যানেজারকে আগামী ০৩ দিনের মধ্যে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শিরিনা আক্তার বলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় অবৈধ ইট ভাটা বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং এই অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.