বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী প্রাণিসম্পদ এবং প্রদর্শনী- ২০২৪ উদ্বোধনের অংশ হিসেবে বাঘাইছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রাণিসম্পদ বিভাগ কতৃক উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার
অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ও প্রেসক্লাব সভাপতি দীলিপ দাশ।
সভায় বিষয়টির উপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অফিসার অভিমান্য চন্দ্র ও খামারী অসীম চাকমা।
সভায় মাননীয় প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং প্রদর্শনী প্রদর্শন করা হয়। এছাড়াও ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মূরগীর টিকা প্রদান, কৃমিনাশক ঔষধ বিতরণ, ফ্রি ভেটোরনারী মেডিক্যাল ক্যাম্প কার্যক্রম ও স্কুল ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.