বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালী ও পথসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) মাগরিবের নামাজের পর উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয় সম্মুখ হতে র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে পথসভায় মিলিত হয়।
উপজেলা জামায়েতের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফসার হোসেন এর সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ইউসুফ মিয়া, এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মশিউর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ জাফর আহম্মদ, পৌর জামায়েতের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ, অফিস সম্পাদক আবুল হোসেন, উপজেলা টীম সদস্য আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, শিবিরের সাজেক থানা সভাপতি ইমরান হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.