বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে জগৎ এন্ড ব্রাদার্স ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্ভোধন হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত মডেল টাউন শ্রী শ্রী লোকনাথ মন্দির ও অনাথ আশ্রম মাঠে উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধনী সভায় শুভ উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান।
বাঘাইছড়ি ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগৎ এন্ড ব্রাদার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ দাশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জমির হোসেন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যাক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, সাধারণ সম্পাদক জগৎ দাশ সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ।
১৫ টি টীম অংশগ্রহণ করে শুরু হয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট টি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.