বাঘাইছড়িতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় ঝাঁক জমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
২৬ মার্চ উপজেলা পরিষদ মাঠে সরকারি - বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন সমূহের সমন্বয়ে কর্মকর্তা-কর্মচারী ও নেতা-কর্মীদের উপস্হিতিতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয় শেষে স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন , কুচকাওয়াজ, ক্রীড়ানুষ্টান , সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অনুষ্টিত পুরস্কার বিতরণী সভায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী-বিজিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা এসময় বিশেষ অতিথি বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, ভাইস চেয়ারম্যান আঃ কাইয়ুম ও সাগরিকা চাকমা সহ বীর মুক্তিযোদ্ধা ও সন্তানের উপস্থিত ছিলেন।
এছাড়াও হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন ও বিকাল ৪ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ আলোচনা সভা, উপজেলা পরিষদের পক্ষ হতে ইফতার মাহফিল ও সন্ধায় বিভিন্ন ভবনে আলোক সজ্জা করার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.