আবদুল্লাহ আল নোমান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পিছিয়ে পড়া এলাকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,
শনিবার (৩ মে) সকাল ১০ ঘটিকায় বটতলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাটে বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বাঘাইছড়ি পৌর বিএনপি'র সহ-সভাপতি মো: আবছার হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সদর পৌর বিএনপি'র সভাপতি মো: শফিউল আজম, অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজ এর সাবেক অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, পদক্ষেপের নির্বহী পরিচালক আলহাজ্ব মোঃ ইউনুছ , বৃহত্তর বটতলী এলাকার গর্নমান্য ব্যক্তি ও অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তরা বলেন বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার জড়িয়ে পড়া ছাত্র ছাত্রী নিয়ে কাজ করা, অসহায় মেধাবী ছাত্র ছাত্রী আর্থিক সহযোগিতা করা সহ শিক্ষার মান উন্নয়ন লক্ষ্যে কাজ করার অঙ্গিকার করেন। বিভিন্ন এলাকার ব্যাক্তিবর্গরা বলেন বাঘাইছড়ি উপজেলায় শিক্ষায় পিছিয়ে এলাকা চিহ্নিত করে কাজ করে যেতে হবে,শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে তৈরির প্রয়োজনে মা–বাবাকে শিক্ষকগণের সাথে যোগাযোগ রক্ষা করে ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে সন্তানদের রাষ্ট্র ও বিশ্বকে উপহার দেয়ার জন্যে অনুরোধ জানান।
বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেয়া যাবেনা, শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণ যেন খেয়াল রাখেতে হবে, এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।
উক্ত সভায় একটি কমিটি গঠন করা হয় এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম শফিউল আযম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইন্জিনিয়ার মোঃ সারোয়ার আলম, অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ হারেছ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.