বাঘাইছড়ি (রাঙ্গামাটির) সংবাদদাতাঃ
রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার মারিশ্যা দিঘীনালা সড়কের দুইটিলা এলাকায় ভোর রাতে পাহাড়ের মাটি ধ্বসে পড়ে এতে সড়কের দুই পাশে বেশকিছু যানবাহন আটকা পরে
সংবাদ পেয়ে সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের দুইটিলা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনা স্থলে পৌছে এবং ধ্বসে পড়া মাটি সরিয়ে সড়কের দুই পাশে আটকে পড়া যানবাহন চলাচলের ব্যবস্হা করে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ভারী বৃষ্টি পাতের ফলে পাহাড়ের মাটি ধসে পড়েছে। সংবাদ পেয়েই সেনাবাহিনী ও সড়ক বিভাগে অবগত করে দ্রুত মাটি সরাতে অনুরোধ করা হয়েছে। তাৎক্ষনিকভাবে সেনাবাহিনীর একটি দল ঘটনা স্থলে পৌছে ২ ঘন্টা ব্যাপী মাটি সরানোর কাজ করে যান চলাচল স্বাভাবিক করেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.