বাঘাইছড়ি (রাঙ্গামাটি) সংবাদদাতাঃ
বাঘাইছড়িতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও সেচ্ছাশ্রমে পৌর ৭ নং ওয়ার্ড কবরস্হানের জঙ্গল পরিস্কার ও চারা রোপন করেছে সেচ্ছাসেবক লীগের একদল কর্মী।
বুধবার ১২ জুলাই সকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ৩০ জন কর্মীর সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন,বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ পারভেজ ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমীর হোসেন।
এতে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সচেতন মহল স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের সেচ্ছাশ্রম কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করছেন, ইতিপূর্বেও সেচ্ছাসেবক লীগ কর্মীদের সেচ্ছাশ্রমের প্রশংসা রয়েছে।
এছাড়াও উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১২ জুলাই বিকালে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ওয়ার্ড সড়কের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এতে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাছের হোসাইন ও সাধারণ সম্পাদক আবদূল্লা আল নোমান সহ ব্যক্তিবর্গ ও আওয়ামী পরিবারের নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.