বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
বুধবার (২০ আগষ্ট ২০২৫) মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকার উগলছড়ি নামক স্থান হতে সুবেদার মোঃ মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৯৪ কার্টুন বিদেশী ORIS সিগারেট আটক করেছে। কার্টুনগুলো মধ্যে ১৯৪০ প্যাকেট বিদেশী ORIS ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।
যার সিজার মূল্য- ৩,৮৮,০০০/- (তিন লক্ষ আটাশি হাজার) টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.