বাঘাইছড়িতে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এক সংবর্ধনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল প্রেস ক্লাবের আয়োজনে, প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা এবং বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। বিশেষ অতিথিরা ছিলেন, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন ও থানা অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করেছেন, উপজেলাধীন জন প্রতিনিধি গণ, সরকারি কর্মকর্তাগণ ও বিভিন্ন পেশাজীবীরা সহ সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বক্তারা সকলে সংবর্ধিত অতিথিদের বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটি জেলা শাখা কমিটির সহ সভাপতি ও উপদেষ্টা মনোনীত করায় বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির শ্রদ্ধাভাজন সভাপতি দেশরত্ন ও দেশ নেত্রী শেখ হাসিনা এমপি ও জননেতা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সহ রাঙ্গামাটি জেলা শাখা আওয়ামীলীগের শ্রদ্ধাভাজন সভাপতি জননেতা দিপংকর তালুকদার এমপি ও জননেতা হাজী মোঃ মুছা মাতব্বরকে প্রাণঢালা শুভেচ্ছা সহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সম্মাণিত সংবর্ধিত অতিথিরা দলীয় কাজ সহ সামাজিক ও মানবিক কর্মকান্ডে যোগ্যতা অর্জনের আলোকে এই সম্মাননা পাওয়ায় ধন্যবাদ জানিয়ে প্রেস ক্লাবকে জনস্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার করার পরামর্শ দেন।
এরপর সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ও পৌরসভার মেয়র জমির হোসেন ও অনুষ্ঠানর সভাপতি গিয়াস উদ্দিন আল মামুন সহ অতিথিবৃন্দ।
পরিশেষে প্রেস ক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন, কাচালং দাখিল মাদ্রাসার সুপার ওমর ফারুক।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.