বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বিজিবি)র অভিযানে ১০০ কার্টুন বিদেশী মন্ড (Mond) সিগারেট জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
শনিবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন কমান্ডারের দিক নির্দেশনায় ক্যাপ্টেন অমিত কুমার সাহা এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে বাঘাইছড়ি উপজেলাধীন মধ্যম বাঘাইছড়ি আবাসিক এলাকায় চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তায় বহনকৃত বিদেশী Mond সিগারেট ফেলে পালিয়ে যায়।
বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় Mond ১০০ কার্টুন সিগারেট জব্দ করে, জব্দকৃত সিগারেট এর সর্বমোট সিজার মূল্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রায়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.