আবদুল্লাহ আল নোমান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের আয়োজনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় মারিশ্যা জোনে কনফারেন্স রুমে মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ অধিনায়ক মেজর শাহিন, সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান বাঘাইছড়ি আনসার সিও রফিকুল ইসলাম ও বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির সহ ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও আঞ্চলিক দলের নেতা, হেডম্যান, কার্বারি, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় জোন কমান্ডার বলেন, চলমান শারদীয় দূর্গা পূজা এবং খাগড়াছড়ি এলাকায় পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যকার অস্থিতিশীল অবস্থা যাতে বাঘাইছড়ি সদর এলাকায় বিস্তৃত হতে না পারে, পাহাড়ী বাঙালীরা মিলে মিশে সম্প্রদায় সম্প্রীতি যাতে বজায় রাখা যায় এবং গুজবে কান না দিয়ে সবাইকে সজাক থাকতে হবে। কেউ সম্প্রীতি বিনষ্ট করতে চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে, তিনি আরো উল্লেখ্য করেন যে, কোন ব্যক্তি/ব্যক্তিবর্গ যদি মারিশ্যা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থির অবনতি ঘটায় তার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য থাকবো।
সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ জোন কমান্ডারকে এই মর্মে আশ্বস্ত করেন যে, খাগড়াছড়ি ও গুইমারার ঘটনায় মারিশ্যা এলাকায় কোন ধরনের প্রভাব ফেলবে না।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.