বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
বাঘাইছড়ি পৌরসভার চলমান কাজের ধারাবাহিকতায় ৭নং ওয়ার্ডে গুরুত্বপূর্ণ সড়কে ৩০৭ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) পৌরসভার মেইন সড়ক থেকে সোলেমানের বাড়ি পর্যন্ত (চুরাশি লক্ষ) টাকা ব্যায়ে উক্ত কাজের ঢালাই উদ্বোধন করেন
মেয়র জমির হোসনে।
এসময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পারভেজ আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর হাফেজ আহমেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী অরিন্দম চাকমা, ও স্থানীয় মুরুব্বি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন কালে মেয়র জমির হোসনে বলেন নির্বাচনের আঠারো মাসের মধ্যে বাঘাইছড়ি পৌরসভার বাস্তবায়নের (আই ইউ আইডিপি - ২) প্রকল্পে প্রায় (ষোল কোটি) টাকার কাজ চলমান, এবং (কোভিট ৯০) বিশেষ প্রকল্পের (দুই কোটি আশি) লক্ষ টাকা কাজ চলমান রয়েছে জানান, তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা বলেন বৃষ্টিতে রাস্তা তলিয়ে যেত পাশাপাশি গর্ত আর নর্দমায় ভুক্তে হয়েছে, তাই দীর্ঘদিন পরে হলেও এই ভোগান্তি থেকে মুক্তি পেয়ে খুশি এই এলাকার পৌর বাসিন্দা গণ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.