পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অর্ধ-শতাধিক বাঙালি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ৬ বেঙ্গল রেজিমেন্ট বাঘাইহাট সেনা জোন।
২১ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজের পর সেনা জোনের মাঠে উপকার ভোগীদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন ৬ বেঙ্গল রেজিমেন্ট বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. তৌহিদুর রহমান (পিএসসি)।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে পেরে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন আনন্দিত। সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে আসছে। আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে।
এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক (পিএসসি), ৩৬নং সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি মো. নাজিম উদ্দীন চৌধুরী সহ আরো অনেকেই।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.