বাঙ্গরা বাজার থানা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিলা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
মঙ্গলবার রাতে এসআই মোহাম্মদ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন ০৪ নং পূর্বধৈইর (পূর্ব) ইউপির কোরবানপুর দারোগা বাড়ীর সামনে তিন রাস্তার মোড়ে পৌঁছলে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের মোঃ বশির উদ্দিন এর ছেলে
হারুন অর রশিদ (৫০) কে
কে তিন কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।
এ ব্যপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন হারুন অর রশিদ নামের এক মাদক ব্যবসায়ীকে ৩ কেজি গাঁজাসহ আটক করে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর টেবিল ১৯ (ক) রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.