মুরাদনগর ও বাঙ্গরাবাজার (কুমিলস্না) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৪কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের খোষঘর দারোগা বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ঘোড়াকান্দা গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে আশিক (২৬) ও ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার খাড়পাড়া গ্রামের হাবিব মিয়ার ছেলে গফুর মিয়া (২০)।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মোহাম্মদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের খোষঘর দারোগা বাড়ির সামনে কালভার্ট এলাকা থেকে ৪কেজি গাঁজা সহ তাদের গ্রেফতার করে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.