মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরায় খালের কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
মহিলা বয়স আনুমানিক ২৫থেকে ৩০ বছর হবে। মুরাদনগর - বি সার্কেলের এএসপি পিযুষ চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরজমিনে জানা যায় যে, উপজেলার ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুড়াখাল গ্রামের কুড়াখাল টু দীঘির পাড় সড়কের দক্ষিণ পার্শ্বে খালের কচুরিপানা নিচ থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সবুজ মিয়া, আ'লীগ নেতা আবুল কালাম আজাদ বলেন, মহিলার লাচের দেহ পঁচে ফুলে গেছে। তার দু পা ও কোমড়ে দড়ি দিয়ে বাধাঁ ছিলো। শরিলে কোন কাপড় ছিলো না। এ বিষয়ে
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী বলেন, কুড়াখাল গ্রামের কৃষি জমির পাশে খালে কচুরিপানার নিচে অজ্ঞাত মহিলার লাশ দেখতে পায় রোয়া ধান পরিস্কার করতে কৃষকরা, পঁচা গন্ধ পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পায় মানুষের লাশ। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সবুজ মিয়া কে জানালে সবুজ মিয়া থানায় খবর দেয়।
মুরাদনগর বি- সার্কল, (এএসপি) পিযুষ চন্দ্র দাস বলেন, মহিলার শরিলে কোন কাপড় ছিলো না। দু পা ও কোমড় দড়ি দিয়ে বাঁধা ছিলো। শরিল পঁচে গেছে। বাঙ্গরা বাজার থানা ও মুরাদনগর থানায় কোন মিসিং ডায়েরি নেই? এ ব্যপারে বাঙ্গরা বাজার থানার এস আই উগ্যজাই বাদী হয়ে একটি ইউডি মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.