বাজারে তেলের মূল্য
সেন্টু রঞ্জন চক্রবর্তী
বাজারে তেলের মূল্য
জানেন-
উঠে নামে কেনো ?
গোপাল কাঁদিয়া কয়
যদিও মরনের ভয়
কর্তা -
রাগ করেন না যেনো।
নির্বাচনের আগে পরে
সব সময় দাম বাড়ে
কারন-
মর্দন কার্য্যে মহাশৌদি তেলে,
অসম্ভব সম্ভব করে
তেলের বাটি ধরে
উপর ও নিচুতে জায়গা মতো দিলে।
সময় ও কৌশল তবে
জানা যদি নাহি রবে
উল্টা ফল ফলিবার সম্ভাবনা বেশি,
বিপদ ও হইতে পারে
নিরাশার বৈঠা ধরে
নাকানি চুবানী দেয় নোনা জলরাশি।
(আগরতলা)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.