মাসুদ পারভেজ রনি, লাকসাম(কুমিল্লা) প্রতিনিধি : লাকসামের বাটিয়াভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাবাসসুম সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উত্তরদা ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবু ইউসুফ বাচ্চু, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল হোসেন। মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক সাদেক হোসেন ও কামরুন্নাহার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিমা সাহা, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদ উল্লাহ পাটোয়ারী পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.