মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার হয়েছে। নিহতরা হলেন- মোছা. মাহমুদা আক্তার (বৃষ্টি) (৩৩) ও মোছা. সানজা মারওয়া (১০)। এই ঘটনায় স্বামী সেলিমকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) রাতে এই ঘটনাটি ঘটে। পরে পুলিশকে খবর দিলে রাত সাড়ে ৩টার দিকে গিয়ে বনশ্রী ফরাজী হাসপাতাল থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে। সেখান থেকে তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেক জানান, আমরা খবর পেয়ে বনশ্রী ফরাজী হাসপাতালে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাদের দুজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।নিহতের মামা সোহেল জানান, আমার ভাগ্নির সাত-আট মাসের আরো একটি বাচ্চা আছে। স্বামী সেলিম কিছুই করত না।ফ্ল্যাটের ভাড়া তুলে সংসার চালাতো। মেরুল-বাড্ডায় জমশেদ টাওয়ারের অষ্টম তলায় স্বামী সেলিমকে নিয়ে থাকতেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.