বান্দরবানে ৪টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
২২মার্চ বিকেল সাড়ে ৪টায় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার এর উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার জব্দকৃত ৪টি মামলায় দেশীয় চোলাই মদ ৭০লিটার, ১০১০ পিস ইয়াবা ও ৩কেজি গাঁজা আইনী প্রক্রিয়া শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ ৩৮ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক মোঃ আব্দুল মজিদ, বান্দরবান সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই সমীর ভট্রাচার্য্য, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ-পরিদর্শক মোঃ আফজাল হোসেন, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত, বান্দরবান কোর্ট জিআরও বিশ্বজিৎ,কনস্টেবল সাদেক, কনস্টেবল মোসলেহ উদ্দীন, কনস্টেবল তানিয়া আক্তার।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.