মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও
জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও ২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেছেন, আমরা ক্ষমতায় এলে দুর্নীতি-চাঁদাবাজি করবো না, কাউকে এসব করতেও দিবো না।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে ঠাকুরগাঁও ২ আসনে জামায়াতে ইসলামীর আয়োজনে সীরাতুন্নবী (সা) সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলে, ঢাকার সমাবেশে জামায়াতের আমির লক্ষ্য জনতার সামনে কথা দিয়েছেন। এ সময় জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনাদের কি বিশ্বাস হয়, আমি যদি নির্বাচিত হই, তাহলে দুর্নীতি করবো? দীর্ঘ জুলুম নির্যাতনের পর আমরা খোলা আকাশের নিচে প্রাণখুলে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান বলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নাম শুনলেই ধরে রাতভর পিটিয়ে পুলিশের হাতে তুলে দিতো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে শিবিরের বিজয় হয়েছে। এটিই প্রমাণ করে যে ডাকসুর মত সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিজয় নিশ্চিত। দেশে ইসলামের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারী জেনারেল মাওলানা নুরুল আমিন। তিনি বলেন, ৫৪ বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের মত-আদর্শ সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার কারণে দুর্নীতি থেকে মুক্তি পায়নি বাংলাদেশ। জামায়াত ক্ষমতায় এলে কোন এমপি-মন্ত্রী যদি দুর্নীতি করে, আমি আর ইসলামী আলোচনা করবো না। আমি আশা করছি জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব।
এ সময় ঠাকুরগাঁও ২ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম সবার নিকট ত্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চান।
বালিয়াডাঙ্গী উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মুশফিকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন রংপুর-দিনাজপুর বিভাগের উলামা অঞ্চলের সভাপতি প্রিন্সিপাল নজরুল ইসলাম সিদ্দিকি, ঠাকুরগাঁও জেলা উলামা বিভাগের সভাপতি ফজলে রাব্বী মোর্তজাবি, ঠাকুরগাঁও জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ এতে বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.