মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আকলেমা বেগম (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (৫ মে) সকালে উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া গ্রামের নাসির উদ্দীন এর স্ত্রী আকলেমা বেগম। তিনি ২ মেয়ে ও ১ ছেলের জননী। তাঁর ছেলে জীবিকানির্বাহের জন্য মালেশিয়ায় অবস্থান করছেন।
পরিবারের লোকজন জানায়, তার কয়েক বছর ধরে মাথার সমস্যা। রংপুরে চিকিৎসা করাচ্ছি।আজ সকালে আমরা কাজের জন্য বাইরে গেলে যায়। বাড়িতে নিহত বৃদ্ধার জা (দেবরের বউ) তার ছেলে কে খুজতে আসলে ঝুলন্ত মরদেহ দেখতে পেলে লোকজন ডাকাডাকি করে। পরে আমরা থানা পুলিশকে জানায় এবং পুলিশ এসে লাশ নামায়। কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।
এলাকাবাসী জানায়, ঐ বৃদ্ধা মহিলার কয়েক বছর ধরে মাথায় সমস্যা ছিল।আজ বাড়িতে লোক না থাকায় সে শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ নামিয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। নিহত বৃদ্ধার ছেলে মালেশিয়া থেকে আমাকে কল দিয়ে বলেছে তাঁর মা মানসিক ভারসাম্যহীন রোগী ছিল।তাঁদের পরিবারের কোনো অভিযোগ নেই। লাশ নেওয়ার জন্য তাঁদের লিখিত আবেদন পেলে এডিএম কোর্টের অনুমতি নিয়ে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.