মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৮ই ফ্রেব্রুয়ারি) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ড এর স্বত্বাধিকারী দানেশ আলীকে এ অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি ফাতেহা তুজ জোহরা।
একই সাথে আগামী ১ মাসের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলেও জানান।
জানা গেছে, এর আগেও ৩ বছর আগে পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে ২ লাখ টাকা জরিমানা করে মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ডের মালিককে ইট ভাটার কার্যক্রম বন্ধ করে স্থাপনা সরিয়ে নিতে বলেন। এরপরেও তিন বছর ধরে অবৈধ ভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিলেন ইট ভাটা মালিক দানেশ আলী।
বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নে ১৭টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে একটিরও বৈধ কাগজপত্র নেই বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.