লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার।
এসময় প্রধান অতিথি বলেন, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেওয়া প্রয়োজন। একটা সময় ছিল যখন মানুষ বিয়ের বয়স নিয়ে ভাবত না। এখন সবার মধ্যে সচেতনতা এসেছে।
স্থানীয় প্রশাসন, গ্রামের মানুষ এ ক্ষেত্রে অনেক বেশি সচেতন হয়েছে। মেয়েদের বিয়ের বয়স নিয়ে কিছু প্রশ্ন এসেছে। তবে আমরা সবাই যদি সচেতন থাকি, তাহলে বিশেষ পরিস্থিতি ছাড়া কোনো অবস্থাতেই ১৮ বছরের নিচে বিয়ে হবে না। বাল্য বিয়ের প্রতিরোধ করে সুস্থ সুন্দর সুশিক্ষিত জাতি ও দেশ গড়তে হবে। আজকের শিক্ষার্থীরা বাল্য বিয়ে প্রতিরোধের মাধ্যমে নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নের সচেষ্ট ভূমিকা রাখতে হবে। নিজেকে গড়ে তুলতে হবে সুশিক্ষিত জাতি হিসেবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রসরাজ দাস, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, ১০ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল আফরিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহসিন উদ্দিন খান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.