১৩ অক্টোবর সকালে বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকের আমদানি ও রপ্তানি তথ্য তুলে ধরা হয়।
এতে চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের মুখপাত্র লুই তা লিয়াং বলেন, বাণিজ্যিক অংশীদারের দৃষ্টিকোণ থেকে বলা যায়, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে (বিআরআই) অংশীদার দেশগুলোর সাথে চীনের আমদানি ও রপ্তানি ১৭.৩৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ৬.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং একই সময়ের মধ্যে চীনের সামগ্রিক আমদানি ও রপ্তানি বৃদ্ধির হারের চেয়ে ২.২ শতাংশ বেশি।
আমদানির দিক থেকে বলা যায়, চীনের বাল্ক পণ্য আমদানির ৬৪.৬ শতাংশ এবং কৃষিপণ্য আমদানির ৬৯.১ শতাংশ বিআরআইয়ের অংশীদার দেশগুলো থেকে এসেছে।
রপ্তানির দিক থেকে বলা যায়, বিআরআই দেশগুলোতে ইলেকট্রনিক তথ্য পণ্যের রপ্তানি ১৬.৬ শতাংশ, উচ্চমানের সরঞ্জাম ৩৭ শতাংশ এবং বায়ু টারবাইন ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সর্বশেষ ফলাফল অনুসারে, বিআরআই দেশগুলোর সাথে চীনের বাণিজ্যসূচক ২০১৩ সালে ১০০ থেকে বেড়ে ২০২৪ সালে ১৯৮-এ পৌঁছেছে।
সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.