শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাসাসের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয় ।
দিনের দ্বিতীয় কর্মসূচির অংশ হিসাবে কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের উদ্যোগে বিকাল ৪.৩০ মিনিটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকা থেকে ধানের শীষ প্রতীক প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাসাস এর আহবায়ক এম,এ কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাসাস এর সদস্য সচিব কামরুজ্জামান লিটন , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসাস এর আহবায়ক প্রভাষক প্রবীর বিশ্বাস।
ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডাঃ আরিফুল ইসলাম এবং মেডিকেল এ্যাসিসটেন্ট নাজমুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, স্বাধীনতার পর থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি অত্যন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রুগী চিকিৎসা সেবা গ্রহণ করেছে এবং সকল রুগীদের সকল ঔষধ ফুল ফ্রি দেওয়া হয়েছে জাসাসের পক্ষ থেকে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.