সুক্রিয়া দাস
বিজয়ার মিষ্টি,
কাড়ে সকলের দৃষ্টি।
মিষ্টি মুখ করে,
উমা শশুর বাড়ী ফেরে।
শুরু হয় মিষ্টি বিতরণ,
রসগোল্লা ও পানতুয়া করে দৃষ্টি আকর্ষণ।
বিজয়ার পরে হাত ভরা বোঁদে,
মন ভরে যায় রসালো আস্বাদে।
রকমারি সন্দেশের বাহার,
সত্যিই বিজয়া দশমীর প্রকৃত আহার।
সকলের জন্য পাঠালাম বিজয়ার উপহার,
প্রার্থনা করি সারাটি বছর সুখ শান্তিতে কাটুক সব্বার।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.