নাজনীন সুলতানা লুনা
চলে যাবার আগে
আরো একবার খুব ভালো করে
দেখে নিতে চাই তোমাদের মুখ
হয়তো আর দেখা হবে না এই
অবিরল সূর্যলোকে অকপট আকাশের তলে
মনমরা ক্লান্ত বিকেলে অথবা রৌদ্রকরোজ্জ্বল দুপুরে
তবুও মন খারাপ করা কৈশোরের স্মৃতির মত
কতকিছুই তো ফিরে ফিরে আসে
ধরো আমিও ওদের মত যদি আসি?
হয়তো আমায় দেখে
হঠাৎ খুব চুপচাপ হয়ে যাবে
কেউ কেউ চলে গেলে আর
কখনোই পিছু ফেরে না ;তাদের মতো
আমিও যদি আর না ফিরি সহসা?
তবু,আমি কি অন্তত একটুখানি শূন্যতা হয়ে
থেকে যেতে পারবো তোমাদের খুব কাছাকাছি?
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.