প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ৮:০৪ পি.এম
বিদ্যুৎ বিভ্রাট

শাহজালাল সুজন
ঢাকা- গাজীপুর।
অতিমাত্রায় বিদ্যুৎ বিভ্রাট
দেশের ক্ষতি করে,
বিদ্যুৎ খাতে দুর্নীতি আজ
পৌঁছে সকল ঘরে।
কলকারখানা বন্ধ থাকলে
উৎপাদন যায় কমে,
রপ্তানিতে ধস নেমে যায়
মালিকপক্ষ দমে।
বিদ্যুৎ হলো দেশের জন্য
অর্থনীতির চাকা,
মেগাওয়াটের বিপুল সম্ভার
কুটকৌশলে ফাঁকা।
ভ্যাপসা গরম প্রকৃতিতে
বিদ্যুতের নাই দেখা,
মাস শেষেতে বিদ্যুৎ বিলে
খায় জনতা ছ্যাকা।
বিদ্যুৎ খাতেই বেহালদশা
ডিজিটাল এই দেশে,
সম্মোহনের জাদুই পড়ে
খেইটা হারায় শেষে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.