সৌমেন্দু লাহিড়ী
"কষ্ট করলে কেষ্ট মেলে",
একথা যেমন ঠিক,
আবার,অন্যেরে দিলে কষ্ট,
কেষ্ট কষ্ট পান সঠিক।
অপরের ক্ষতি করলে পরে
সে "ক্ষতি" ঢোকে নিজের ঘরে,
হয়ত দেরী হয়,
কিন্তু তা হতে বাঁচার বিশ্বে
কোনো উপায় নাই।
বন্ধু একটি গল্প বলছি শোনো-
এক নিরীহ কবির ক্ষতি একদিন
করেছিল কেউ কোনো।
নিরাপরাধ কবির তখন
কেঁদে উঠেছিল প্রাণ,
সহ্য শক্তি তখন তাঁরে
বিধাতা করেন দান।
বহু দোষারোপই করা হয়
সেই সে কবির পরে,
অপপ্রচার চালানো হয়
যেথা সেথা লোক ধরে।
যে মানুষ চান তখন কবিরে
ধনে প্রাণে দিতে মেরে,
তার কিছুদিন পরে...
সে মানুষ হতে তারই পুত্র
বিধাতা নিলেন কেড়ে।
নিয়তির এটি নির্মম পরিহাস।
অপরের ক্ষতি করলে হয়
নিজেরই সর্বনাশ।
নিরাপরাধ পেলেন তাঁর
চোখের জলের দাম,
দুষ্টু লোকের কৃত কর্মের
হল এই পরিনাম।
সেই জন্য বন্ধু তোমায়
আমি করি আবেদন,
পরম পিতার কাছে কর তুমি
আত্ম সমর্পণ।
তাঁর কাছে ওগো পাওয়া যায়
অতি সুক্ষ্ম, সৎ, বিচার,
তিনিই শোনেন একমাত্র
আর্তের হাহাকার।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.