- সৌমেন্দু লাহিড়ী, পশ্চিমবঙ্গ, ভারত
এতো নয় অভিনয়
নয় ছলনা,
তোমাতেই মরি-বাঁচি
সুনয়না।
শোনোগো আমার প্রিয়া
তোমাতেই এই হিয়া
সঁপে আমি কবিতা
করি রচনা।
তোমা হতে লেখনী
পায় প্রেরণা।
তোমার ঐ হাসিমুখ
দেখে ভুলি সব দুখ,
তুমি ছাড়া দিনক্ষণ
কিছু কাটে না।
মীরা মোর মন মাঝে
মন জোছনা।
প্রিয়ার রুপের ডালি
চৈতি চাঁদের ফালি,
দেহ হতে ঝরে পড়ে
রুপ ঝরণা,
সাথীর শোভার কোনো
নেই তুলনা।
তুচ্ছ অতি আমি
কখনই নই দামী
দারিদ্র্যে নত শির
চেড়ে উঠে না, জানি
বিধু সম বঁধু মোর
বধূ হবে না।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.