মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগীদের খাবার সাপ্লাই, ষ্টেশনারী, লন্ড্রি গত ৩ বছর কোন টেন্ডার ছাড়াই বিনা টেন্ডারে চালিয়ে যাচ্ছিলেন মেসার্স জিলানী এন্টারপ্রাইজ। রুগীদের খাবারের মান নিয়ে প্রশ্ন উঠায় বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদুর রহমান টেন্ডারের উদ্যোগ গ্রহণ করেন।
তারই ধারাবাহিকতায় গত ৩ মে ২০২৫ ইং বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্বচ্ছতা ও জওয়াবদিহীতার আওতায় এনে জাতীয় দৈনিক ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যাচাই বাঁচাই করে মেসার্স জিলানী এন্টারপ্রাইজ এর পরিবর্তে মেসার্স তানজিল এন্টারপ্রাইজ প্রাইজকে খাবার সাপ্লাই, ষ্টেশনারী মেসার্স রিপন এন্টারপ্রাইজ এর পরিবর্তে মেসার্স মা এন্টারপ্রাইজ কে লন্ড্রি সানমুন এন্টারপ্রাইজ ছিলো এখনো সানমুন এন্টারপ্রাইজ কে দেওয়া হয়।
যাচাই বাঁচাই সঠিক হয় নি বলে গত সরকারের আমলের টেন্ডার পাওয়া ব্যক্তি মেসার্স জিলানী এন্টারপ্রাইজ এর প্রো পাইপটার মোঃ শামসুল হক বাদী হয়ে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি রিভিউ প্যানেল ৩ অভিযোগ করিলে দরপত্র টি বাতিল করে দেন কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা পুনরায় রি-টেন্ডার এর জন্য জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় বিজ্ঞাপন দেন। এরই মাঝে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মেসার্স জিলানী এন্টারপ্রাইজ। রুগীদের সাথে আলোচনা করে জানা যায় বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদুর রহমান আসার পর তিনি রুগীদের খোঁজ খবর বেশী নেওয়ায় খাবারের প্রশ্ন টি সামনে চলে আসে। স্হানীয় লোকজন জানান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা একজন ধার্মিক ও ভালো মানুষ। তার বিরুদ্ধে আনীত অভিযোগ টি ডাহামিথ্যে।
এ বিষয় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদুর রহমান বলেন, সকল নিয়ম মেনে শত ভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে টেন্ডার করে এ কাজ দেওয়া হয়েছে। ২০২১/২২ সালের অর্থ বছর থেকে বিনা টেন্ডারে মেসার্স জিলানী এন্টারপ্রাইজ খাবার সাপ্লাই দিয়ে আসছেন। যদিও প্রতি বছর টেন্ডার হওয়ার কথা রয়েছে। কি কারণে এ টেন্ডার হয় নি তা আমার জানা নেই । কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন আবারও টেন্ডার করার জন্য আমি পুনরায় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.