সৌমেন্দু লাহিড়ী
কহ জোরে কহ কবি
আমি আজ বিপ্লবী,
আমি নব দিগন্তে উদীয়মান
প্রভাতের লাল রবি।
আমি দধীচি হাড়ের বজ্র,
আমি শক্তি, আমি বীর্য,
ব্রহ্মচারীর কঠোর ব্রহ্মচর্য্য।
আমি কার্ল মার্ক্স আমি লেনিন
মানব মাঝারে বিলাবো নিজেরে
মানবে হইব লীন।
আমি বিপ্লবী আমি মহাপ্রাণ,
আমি স্নেহ মায়াময়ী
মমতাময়ীর সন্তান।
আমি রক্তবীজের ঝাড়,
আমার রক্তে জন্ম লভিবে
বিপ্লবী বার বার।
আমি মহা যোগী জ্ঞানলব্ধ,
সোহং শব্দে চিনেছি নিজেরে
কিছুতে নই আবদ্ধ।
আমি মুরলী মোহন বাঁশি,
আমি সরল শিশুর
ভুবন ভুলানো হাঁসি।
আমি গ্রহরাজ আমি শনি,
কোপ দৃষ্টিতে বিনাশিব আমি
রক্ত শোষক শ্রেণী।
আমি শক্তি, আমি নিরাকার,
আমি ভরা যৌবনে বধূহারা
এক প্রেমিকের হাহাকার।
আমি নীল জলধিতে সুনামী,
তাথিয়া তাথিয়া নৃত্য করিয়া
বেলাভূমি করি বেনামী।
আমি কৃষ্ণ মদন মোহন,
লয়েছি জন্ম কলিতে করিতে
ক্বংস কালিয়া দমন।
আমি বিদ্রোহী কবি নজরুল,
লেখনীতে আমি ঝড়াবো রক্ত
কানে গুঁজে লাল জবাফুল।
আমি লেখনী দিয়া করিব কোতল
ধরাতে যত শোষণ,
বিশ্ব হইতে ঘুচাইব আজ
মানব উৎপীড়ন।
বলে ভুবনবাসী ----
"তরবারি হোতে কলমের জোর
আরও অনেক বেশী।"
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.